শর্ত ভাঙলেই আদালত নির্দেশ দিয়েছে কারাগারে পাঠানোর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১

শর্ত ভাঙলেই আদালত নির্দেশ দিয়েছে কারাগারে পাঠানোর


 


জেলা প্রতিনিধিঃ



রাঙামাটিতে মাদক মামলার আসামি বিশ্বনাথ দাশ প্রকাশ বিশুকে সাজা হিসেবে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে বাবা-মা ও সমাজের মানুষের প্রতি ভালো আচরণ ও ৫০টি গাছ লাগানোর শর্ত দেওয়া হয়েছে। শর্ত ভাঙলেই কারাগারে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাঙামাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদ উদ্দিন মো. আসিফ এ রায় দেন। বৃহস্পতিবার বিকেলে আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।


মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৪ মে রাঙামাটি শহরের তবলছড়ি বাজার এলাকা থেকে গাঁজাসহ আটক করা হয় বিশ্বনাথ দাশকে। ওই ঘটনায় দায়েরকৃত মামলার দীর্ঘ বিচার কাজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ শেষে গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বের) রায় ঘোষণা করে আদালত। রায়ে বলা হয়েছে, বিশ্বনাথ দাশ প্রকাশ বিশুকে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে গাঁজা রাখার অপরাধে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আসামি বিশ্বনাথ এর আগে মাদক সংক্রান্ত কোনো অপরাধ না করায় তাকে কারাগারে পাঠানোর পরিবর্তে তিনটি শর্তে প্রবেশন অফিসারের হেফাজতে থাকতে হবে।


শর্তগুলো হলো- বাবা-মা, পরিবার ও সমাজের মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে, কারাদণ্ডের পালনের সময় সরকারি জমি অথবা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা যে স্থান যথোপযুক্ত মনে করবেন সেখানে ৫০টি গাছ লাগাতে হবে, ১৫ দিন পর পর সমাজসেবা অধিদফতর রাঙামাটি জেলা শাখায় প্রবেশন কর্মকর্তার কাছে হাজিরা দিতে হবে। এসব শর্ত পালনের পর ২০২২ সালের ১৩ মার্চ প্রবেশন কর্মকর্তার সঙ্গে আদালতে উপস্থিত থাকতে হবে। দণ্ডের ৬ মাসের মধ্যে কোনো শর্ত লঙ্ঘন করলে প্রবেশন বাতিল করে আসামিকে কারাগারে পাঠানো হবে।


আদালতের এমন মানবিক রায়ের প্রশংসা করেছে সচেতন মহল। এ রায় থেকে সমাজের অনেকেই সুশিক্ষা নেবে এবং আইন-আদালতের প্রতি সবার আনুগত্য আরো দৃঢ় হবে বলে মনে করেন রাঙামাটির সচেতন নাগরিকরা। তাদের মতে, এ রায়ে আসামির প্রতি আদালতের মানবিকতা ও মহানুভবতার প্রকাশ পেয়েছে।

Post Top Ad

Responsive Ads Here