২৪ ঘণ্টায় ২৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১

২৪ ঘণ্টায় ২৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


 



নিজস্ব প্রতিবেদকঃ



সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২৩৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ১৮২ জন এবং ঢাকার বাইরে ৫২ জন রয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৭ জন। আর এ মাসে রোগী ভর্তি হয়েছেন ৪ হাজার ৭০৯ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।


স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৪৭ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে ঢাকাতেই এক হাজার ৪৭ জন এবং বাকি ২০০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।


অধিদফতর আরো জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজার ৬৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৭৬১ জন।

Post Top Ad

Responsive Ads Here