স্কুলছাত্রকে মারধর করে কিশোর গ্যাংয়ের টাকা ছিনতাই থানা অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১

স্কুলছাত্রকে মারধর করে কিশোর গ্যাংয়ের টাকা ছিনতাই থানা অভিযোগ





বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 



ফরিদপুরের বোয়ালমারীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নাইমুল ইসলাম নির্জন নামে এক স্কুল ছাত্রকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সে বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ডের শিবপুর গ্রামের ডা. মো. নুরুল ইসলামের ছেলে এবং বোয়ালমারী জর্জ একাডেমী দশ শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় ওই স্কুল শিক্ষার্থীর বাবা বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ সেপ্টেম্বর) নাইমুল ইসলাম নির্জন ক্লাস থেকে বের হয়ে তার চাচা মনির এর নিকট থেকে ১ লাখ টাকা নিয়ে বাসায় ফিরছিল পথিমধ্যে জর্জ একাডেমীর নিকট পৌছালে আগে থেকে উৎপেতে থাকা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গুনবহা গ্রামের ফরিদ শেখের ছেলে মো. রাহুল (১৬), গুনবহা ইউপির ৭নং ওয়ার্ড সদস্য কাজী সেলিমের ছেলে কাজী খোয়াইব (১৫), মো. ইব্রাহিম (১৫), মো. ইমন (১৫), ৬নং ওয়ার্ডের শিবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইয়াছিন (১৫), কামারগ্রামের সঞ্জয় (১৫), কাজী আল আমিন, মো. নোমানসহ অজ্ঞাত ১০/১২ জনের একটি কিশোর গ্যাং তার উপর হামলা করে। এ সময় তাকে পশু হাসপাতাল ও জর্জ একাডেমীর মাঝের গলিতে নিয়ে লোহার রড দিয়ে পিটমোড়া করে বেধে বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। নির্জনের পকেটে থাকা ১ লাখ টাকা ও একটি স্মার্টফোন নিয়ে যায় উল্লেখিত কিশোর গ্যাং চক্র। তার ডাক-চিৎকারে আশপাশের ছাত্র ও শিক্ষকরা এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের ওই চক্রটি পালিয়ে যায়। নির্জন বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here