আজ থেকে সিএনজি স্টেশন বন্ধ থাকবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Sunday, September 19, 2021

আজ থেকে সিএনজি স্টেশন বন্ধ থাকবে


 


সময় সংবাদ ডেস্কঃ



বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ ঠিক রাখতে আজ রোববার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকছে।

গত বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছিলেন।


এর আগে, বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ ঠিক রাখতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখতে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। 


সে সময় জানানো হয়, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অর্থাৎ ছয় ঘণ্টা সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে। পিক আওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর চাহিদা অনুযায়ী গ্যাস নিশ্চিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে এ সিদ্ধান্তের বিরোধিতা করে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন ছয় ঘণ্টার বদলে দৈনিক তিন ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দেয়। 


এ প্রস্তাবের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

No comments: