সারা দেশে বিভিন্ন জায়গায় দমকা হওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১৯, ২০২১

সারা দেশে বিভিন্ন জায়গায় দমকা হওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে


 


নিজস্ব প্রতিবেদকঃ



দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকার পাশাপাাশি নামতে পারে বৃষ্টিও। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, সারাদেশের বিভিন্ন জায়গায় আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকাতেও বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর দেখা মিলতে পারে রোদের।


এদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।



আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ আরো জানান, আগামী দুইদিনের আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী ৫ দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।


গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সন্দীপে ১৯৩ মিলিমিটার।

Post Top Ad

Responsive Ads Here