আগামী বছর জুনে না হলে ডিসেম্বর এর মধ্যেই পদ্মা সেতু দিয়ে রেল যোগাযোগ চালু হবে : রেলমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ০৭, ২০২১

আগামী বছর জুনে না হলে ডিসেম্বর এর মধ্যেই পদ্মা সেতু দিয়ে রেল যোগাযোগ চালু হবে : রেলমন্ত্রী


 


নিজস্ব প্রতিবেদকঃ



আগামী বছরের জুনে পদ্মা সেতু দিয়ে সড়ক পরিবহন চালুর সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল শুরু করার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, আগামী জুন মাসে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব না হয়, তবে আগামী বছরের ডিসেম্বরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেলপথ অংশ চালু করার জন্য আমাদের বিকল্প চিন্তাভাবনা রয়েছে।


তিনি আরো বলেন, তবে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর রেলপথ স্থাপনের অংশ বাংলাদেশ রেলওয়েকে বুঝিয়ে না দিলে এ রেলপথ স্থাপনের কাজ যথাসময়ে শুরু করা যাবে না। রেলপথ যথাসময়ে স্থাপন করতে না পারলে আগামী জুন মাসে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু করা নিয়ে সংশয় রয়েছে।


মঙ্গলবার সকালে পদ্মা রেল সংযোগ প্রকল্প এলাকা পানগাঁওয়ে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।


পরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকা পরিদর্শন শুরু করেন রেলমন্ত্রী। মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেল সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন।


এ প্রকল্পের বিভিন্ন অংশের অগ্রগতির বিষয়ে রেলমন্ত্রী বলেন, আমি এ প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করছি। করোনাকালেও এ বড় প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে।

Post Top Ad

Responsive Ads Here