ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর ঔষধ ফার্মেসী থেকে কোটি টাকার মাদকসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে সিপিএসসি, র্যাব-৫ এর নিয়মিত অভিযানে। আটকৃত ব্যাক্তিদের বিজ্ঞ আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গতকাল সোমবার রাত অনুমান ১০টার সময় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর বাজারস্থ মডেল মেডিসিন মার্কেটের একটি অভিযান পরিচালনা করা হয়। ওই সময় মেসার্স মনোয়ারা ফার্মেসীতে অপারেশন পরিচালনা করে ০১ কেজি ২৯০ গ্রাম হেরোইন, যৌন উত্তেজক ঔষধ এবং বিক্রয় নিষিধ্য কিছু ঔষধ জব্দসহ ৩জনকে আটক করে র্যাব-৫।
আটককৃত হলো মহানগর রাজপাড়া থানা এলাকার কাজিহাটা লক্ষীপুর (ওয়ার্ড-০৮) মোফাজ্জাল হোসেনের ছেলে মোঃ আঃ সাত্তার (৬৫), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানাধীন টুটপাড়া গ্রামের মৃত সুলতান শেখের ছেলে মোঃ আখিনুর শেখ (৩০) এবং মোঃ ফারহান আদিল (১৯), সে বগুড়া জেলার গাবতলী থানাধীন বাইগুনি বাওইটোনা গ্রামের মোঃ ডাবলু মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট (সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত মাদক) ও বর্ণিত যৌন উত্তেজক ক্যাপসুল অবৈধভাবে গোপনে সংগ্রহ করে উক্ত মনোয়ারা ফার্মেসীর ভিতরে বিশেষ কায়দায় সংরক্ষণ করিয়া মাদক হিসাবে এলাকার মাদক সেবীদের নিকট গোপনে বিক্রয় করে বলিয়া প্রকাশ করে। উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ২৯ (ক)/৪১ ধারার মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৫।