খাদ্য সংকটে আফগানের ৯৩ শতাংশ পরিবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

খাদ্য সংকটে আফগানের ৯৩ শতাংশ পরিবার





আন্তর্জাতিক ডেস্কঃ




বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে- আফগানিস্তানে চরম ক্ষুধার পরিস্থিতি বিস্তৃত হচ্ছে। আফগান শিশুরা যেন না খেয়ে না থাকে, সে জন্য বহু পরিবার চরম পদক্ষেপ নিচ্ছে।



বিশ্ব খাদ্য কর্মসূচির উপ-আঞ্চলিক পরিচালক অ্যানথিয়া ওয়েব বলেছেন, সে দেশের ৩৪ প্রদেশের সবগুলোতে গত ২১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত টেলিফোনে নেওয়া জরিপে দেখা গেছে- ৯৩ শতাংশ পরিবারের কাছে যথেষ্ট পরিমাণ খাদ্য নেই।

তিনি আরো বলেন, বহু পরিবার চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বেঁচে থাকার জন্য নেতিবাচক পদক্ষেপ নিচ্ছে তারা। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে এক বেলা না খেয়ে থাকা, বড়দের খাবার না দিয়ে শিশুদের খাবার দেওয়া। খাদ্যের পরিমাণ কমিয়ে নিয়ে আসা হচ্ছে।


তিনি আরো বলেন, চারটি আফগান পরিবারের মধ্যে তিনটি পরিবার সবগুলো না হলেও অন্তত একটি পদক্ষেপ নিচ্ছে।



গত ১৭ জুন টেলিফোনে করা বিশ্ব খাদ্য কর্মসূচির জরিপে দেখা যায়, ৮১ শতাংশ পরিবার খাদ্যসংকটের মধ্যে ছিল।

ওয়েব বলেন, শীত পড়ার আগেই লাখ লাখ লোকের খাবারের জোগান দরকার। আফগানিস্তানের রাস্তাঘাটগুলো তুষারে বিচ্ছিন্ন হয়ে যাবে। তার আগেই জীবনরক্ষাকারী সহায়তা দেওয়া দরকার।


সূত্র : ভয়েস অব আমেরিকা।

Post Top Ad

Responsive Ads Here