কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ০৪, ২০২১

কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত





ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সেচ্ছাসেবকলীগের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করার বিষয়ে ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের আলুকদিয়া গ্রাম পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের সঙ্গে কথা বলেন। তারা পরিদর্শন দলের কাছে তাদের অভিযোগ তুলে ধরেন। জবাবে জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন সংখ্যালঘুদের আশ্বস্ত করেন। তিনি বলেন দলের নাম ভাাঙ্গিয়ে জনৈক মিজানুর রহমান নামে যে লোকটি অপকর্ম করছেন আসলে সে তাদের দলের কেও নয়। দলের নাম ভাঙ্গয়ে তিনি এ সব করছেন। জনৈক মিজানুর রহমান স্বঘোষিত সভাপতি। তার সঙ্গে আমাদের সংগঠন নেই। সেচ্ছাসেবকলীগ মুলত বঙ্গবন্ধুর আদর্শের চেতনায় অসাম্প্রদায়িক একটি পতাকাবাহী সংগঠন। এই সংগঠনের নাম ভাঙ্গয়ে কেও পার পাবে না। তাছাড়া কেও যদি আওয়ামীলীগ চেতনা বিরোধী বেআইনী কর্মকন্ড করে এই দলে তার স্থান নেই। সাংবাদিকদের তিনি এ বিষয়ে ব্রিফ করে সেচ্ছাসেবক লীগের নাম জড়িয়ে সংবাদ প্রকাশের আগে সত্যতা নিশ্চিত করার অনুরোধ করেন। তিনি ঘটনাস্থল থেকেই এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংগঠনিক নিস্ক্রিয়তার কারণে কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আনিছুর রহমান হিরু,যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, প্রচার সম্পাদক খান জাহান আলী, সদর উপজেলার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান উজ্জল, সদর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ও কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। ।

Post Top Ad

Responsive Ads Here