জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের নুরু ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম মো. কায়সার। সে একই ইউনিয়নের শরিয়তপাড়া এলাকার আবুল হোসেনের বাড়ির মো. কামরুল হাসানের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস বলেন, নানার বাড়ি বেড়াতে এসেছিল শিশু কায়সার। বৃহস্পতিবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়। পরে শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়।