সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৮ সেপ্টেম্বার) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমি অফিস ও ভবন উদ্বোধন করেন।
সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথা উপজেলা ভূমি অফিস ও গট্টি ইউনিয়ন ভূমি অফিস এবং নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে সালথা উপজেলা ভূমি অফিসে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান,
উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেন, পল্লী বিদ্যুৎ সালথা সাব জোনাল অফিসের এজিএম বোরহান উদ্দিন প্রমূখ।