দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নার গাঁও ইউনিয়নের আমবাড়ী বাজারে সন্ত্রাসী কায়দায় মারপিটের ঘটনায় আমবাড়ি বাজারের ব্যবসায়ী সফিকুল আলম বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
পুর্ব সত্রুতার জেরধরে সন্ত্রাসী কায়দায় মারপিট করায় আমবাড়ি বাজারের ব্যবসায়ী সফিকুল আলমের মামলায় জেল হাজতে রয়েছেন মান্নার গাঁও ইউনিয়নের গনার গাঁও গ্রামের আলহাজ্ব আমির উদ্দিনের পুত্র শিবির নেতা মো. জাকারিয়া (২৬) জাকারিয়া আমবাড়ি বাজারের ব্যবসায়ী সফিকুল ইসলামের চাচাতো ভাই ছাত্রলীগ নেতা নুর হোসেন কে হত্যার উদ্দেশ্য সন্ত্রাসী কায়দায় মারপিট করলে সেই মামলায় সন্ত্রাসী শিবির নেতা জাকারিয়া জেল হাজতে রয়েছে।
জাকারিয়া মামলার হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে গত ৭ সেপ্টেম্বর তাকে জেলে প্রেরণ করা হয়।