মধুখালী (ফরিদপুর):
ফরিদপুরের মধুখালী পৌরসভার পূর্ব গোন্দারদিয়া গ্রামের রেলগেট এলাকার বাসিন্দা রিক্সা চালক মালেক শেখ (৫৫)কে হত্যা করে রিক্সা ছিনতাইয়ের রহস্য উদঘাটন করে হত্যার সাথে জড়িত ৬ আসামীকে আটক করে ছিনতাইকৃত রিক্সা উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ।
সোমবার ৬ সেপ্টেম্বর দুপুরে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ফরিদপুর জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানান, হত্যার সাথে জড়িত আটককৃতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দৈবকীনন্দনপুর গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে আলমগীর শেখ(৪৩) হাসামদিয়া গ্রামের মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে লিয়াকত বিশ্বাস(৩৪), মধুখালী উপজেলার পৌর সভার মেছড়দিয়া গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে আব্দুর রহমান(৩৫),ফরিদপুর সদরের ফতেপুর গ্রামের মৃত সুমন শেখের ছেলে মিলন শেখ(৩৩), রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী গ্রামের মৃত মোকছেদ বিশ্বাসের ছেলে কোরবান বিশ্বাস(৩০),পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার দিঘা গ্রামের মৃত আবুল কাশেম ঘরামীর ছেলে আব্দুল মান্নান ঘরামী(৫৫)।