জেলা প্রতিনিধিঃ
মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দর দিয়ে চীন থেকে আসা দুই কনটেইনার বিদেশি সিগারেট উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর ইয়ার্ডে কনটেইনার খুলে এসব সিগারেট উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, সুতা আমাদানির কথা বলে দুই কনটেইনার বিদেশি সিগারেট নিয়ে আসে কুমিল্লা ইপিজেডের বাংলাদেশ টেক্সটাইল ফাইবার অ্যান্ড ফেব্রিক্স লিমিটেড। এতে মন্ড, ইজি, ডানহিলসহ আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট রয়েছে।
তিনি বলেন, সন্দেহ হলে বন্দর ইয়ার্ডে দুটি কনটেইনার আমরা শনাক্ত করি। এরপর খালাস প্রক্রিয়া থামিয়ে দিয়ে বৃহস্পতিবার কনটেইনারগুলো পরীক্ষা করা হয়। এতে সুতার বদলে সিগারেট পাওয়া যায়। গত এক বছরে এ ধরনের অন্তত পাঁচটি চালান আটক হয়েছে। যার সঙ্গে কিছু সিঅ্যান্ডএফ এজেন্টের সংশ্লিষ্টতা রয়েছে।