দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন কর্মসূচীও দোহালিয়া ইউনিয়নের ৭ টি অভিযোগের স্থান পরিদর্শন করেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মো. ফজলুল কবীর
ও সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল, সকাল ১১ টায় ০৬/০২ /২০২০ ইং তারিখের ২ নং স্মারকের গোরেশপুর গ্রামের কবর স্থানের পাশ দিয়ে যাওয়া রাস্তার অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ কারী, সংশ্লিষ্ট রাস্তা নির্মাণ কমিটির সভাপতি সম্পাদক ও সদস্যদের সাথে সাক্ষ্যপ্রমাণ। বেলা ৩ টায় দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও স্থানীয় জনগণের মধ্যে করোনা মোকাবেলায় মাস্ক বিতরণ। ৪ টা দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন। বিকাল ৫ টায় দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামে অভিযুক্ত রাস্তা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ,
উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম,
দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিভিন্ন কর্মসূচী ও অভিযোগের স্থান পরিদর্শন শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব)
মো. ফজলুল কবীর, সাংবাদিকদের জানান, অভিযোগের স্থান সরেজমিনে পরিদর্শন করেছি। সংশ্ললিষ্ট সকলের সাক্ষ্য প্রমাণ কাগজ পত্র দেখেছি। সব কিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।