শিক্ষার্থীদের বয়স ১৮’র নিচে হলে ফাইজার এবং মডার্নার টিকা: সাস্থ্যমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ০৪, ২০২১

শিক্ষার্থীদের বয়স ১৮’র নিচে হলে ফাইজার এবং মডার্নার টিকা: সাস্থ্যমন্ত্রী


  


নিজস্ব প্রতিবেদকঃ




শিক্ষার্থীদের বয়স ১৮’র নিচে হলে ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার সকালে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে কমপ্রিহেনসিভ পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 


মন্ত্রী বলেন, ১৮ বছরের ওপরে যেকোনো টিকা দেওয়া যাবে। ১৮ বছরের নিচে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দেশের নির্দেশনা দেখে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হতে পারে। এছাড়া কীভাবে শিশুদের টিকা দেওয়া যাবে সে বিষয়ে আগামীকাল আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হবে।


জাহিদ মালেক বলেন, ক্যাম্পেইনের মাধ্যমে যাদের প্রথম ডোজ দেওয়া হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ যে কেন্দ্র দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে।

হতিনি বলেন, গ্রামে টিকা নেয়ার জন্য মানুষের আগ্রহ কম ছিল, আমরা তাদের অনুপ্রাণিত করতেই এ কর্মসূচি হাতে নিয়েছেলাম।

 

Post Top Ad

Responsive Ads Here