জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ আটজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- লেগুনা চালক কুতুব উদ্দীন ও হেলপার মো. আরফাত।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ খাইর বলেন, আহতরা সবাই লেগুনাটির যাত্রী ছিলেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়েছে।

