আন্তর্জাতিক ডেস্কঃ
মিয়ানমারের ওপরে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। সংবাদমাধ্যম রয়টার্সের খবরে জানা গেছে, মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত একটি কোম্পানিকে টার্গেট করে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দেশটি। ওই কোম্পানিটি সামরিক বাহিনীকে অস্ত্র ও আর্থিক সাহায্য দিয়ে এ বছরের প্রথম দিকে হওয়া অভ্যুত্থানে ভূমিকা রেখেছে।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কংলোমেরাতে হতু গ্রুপের কোম্পানিগুলো ও এর প্রতিষ্ঠাতা 'তায় যা'র বিরুদ্ধে সম্পদ বাজেয়াপ্তের নিষেধাজ্ঞা জারি করেছে। এই কোম্পানিটি সামরিক বাহিনীর পক্ষ থেকে অস্ত্রের ব্যবসা করে থাকে। একইসঙ্গে ২০১৭ সালের রোহিঙ্গা গণহত্যায়ও এই কোম্পানির অর্থায়ন রয়েছে বলে জানিয়েছে ব্রিটেন।
এর আগেও মিয়ানমারের একাধিক ব্যাক্তি ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। নতুন করে দেয়া নিষেধাজ্ঞা নিয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী তাদের হামলা বন্ধের কোনো ইঙ্গিতই দিচ্ছে না।

