দূর্গাপূজা উপল‌ক্ষে সালথা থানা পু‌লি‌শের মত বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১৭, ২০২১

দূর্গাপূজা উপল‌ক্ষে সালথা থানা পু‌লি‌শের মত বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত




সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফ‌রিদপু‌রের সালথায় হিন্দু ধর্মালম্বী‌দের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপল‌ক্ষে পূজা উদযাপন ক‌মি‌টির সা‌থে থানা পু‌লি‌শের মত বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সালথা থানা পু‌লি‌শের আ‌য়োজ‌নে শুক্রবার বিকাল সা‌ড়ে ৩টায় উপ‌জেলা পরিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এই মত বিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়।


সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান এর সভাপ‌তি‌ত্বে মত‌ বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার (নগরকান্দা সা‌র্কেল) মোঃ সু‌মিনুর রহমান। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা প্রেসক্লাবের সভাপ‌তি মোঃ সে‌লিম মোল‌্যা, উপ‌জেলা পূজা উদযাপন পরিষদের সভাপ‌তি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অনন্ত কুমার বিশ্বাস, গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাভলু, বাবু গণপ‌তি চ‌্যাটার্জী প্রমূখ। এছাড়াও উপ‌জেলা পূজা উদযাপন ক‌মি‌টির নেতৃবৃন্দসহ বি‌ভিন্ন ম‌ন্দি‌রের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। মত‌ বি‌নিময় সভা‌টি সঞ্চালনা ক‌রেন, সালথা থানা পু‌লি‌শের এসআই গোলাম মোন্তাসীর মারুফ।


মত বি‌নিময় সভায়, যথাযথ স্বাস্থ‌্যবি‌ধি মেনে সরকা‌রি নি‌র্দেশনা ম‌তে হিন্দু ধর্মালম্বী‌দের প্রধান উৎসব শারদীয় দূর্গা পূজা উপ‌জেলার ৪৫ টি দূর্গা মন্দি‌রে যথাযথভা‌বে পালন করার কথা বলা হয়। এছাড়াও সভায় থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার সকল পূজা মন্ডপে সার্বক্ষনিক নিরাপত্তা দেওয়া হবে। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে কোন ছাড় দেওয়া হবে না।

Post Top Ad

Responsive Ads Here