সামি ও তাসনিম এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, লেখক মুশতাক কে অব্যহতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

সামি ও তাসনিম এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, লেখক মুশতাক কে অব্যহতি


 


সময় সংবাদ ডেস্কঃ



বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ, করোনাভাইরাস নিয়ে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদকে অব্যাহতি দিয়েছেন আদালত। এই মামলায় চার্জশিটভুক্ত সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।


একইসঙ্গে আলজাজিরা টেলিভিশনে সরকারপ্রধান ও সেনাপ্রধানকে নিয়ে প্রচারিত প্রতিবেদনের প্রধান চরিত্র সামিউল ইসলাম খান ওরফে সায়ের জুলকারনাইন ওরফে সামি, নেত্র নিউজ সম্পাদক তাসনিম খলিল, ব্লগার আশিক মোহাম্মাদ ইমরান ও মো. ওয়াহিদুন্নবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।  


মামলায় তিন আসামি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার মো. দিদারুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন জামিনে ছিলেন।



এদিন তারা ট্রাইব্যুনালে হাজির হয়ে পূর্ব শর্তে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

লেখক মুশতাক ছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সাহেদ আলম, ব্লগার আসিফ মহিউদ্দিন ও ফেসবুক আইডি ফিলিপ শুমাখারকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


আগামী ৩০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম এ তথ্য জানান।


গত ১০ মে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপপরিদর্শক আফছর আহমেদ ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন।

Post Top Ad

Responsive Ads Here