কোস্টগার্ডের ট্রলারে হামলার চেষ্টাকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ১০ জন দুর্বৃত্তকারী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৪, ২০২১

কোস্টগার্ডের ট্রলারে হামলার চেষ্টাকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ১০ জন দুর্বৃত্তকারী আটক






জেলা প্রতিনিধিঃ


 বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের ট্রলারে হামলার চেষ্টাকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ১০ জন দুর্বৃত্তকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর খালিশপুর পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।  


জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার তাদের হিজলা থানায় সোপর্দ করে কোস্টগার্ড।  


কোস্টগার্ড জানায়, গতকাল বুধবার রাতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি যৌথ আভিযানিক দল মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে ট্রলারে টহল দিচ্ছিল।



ট্রলারটি মেঘনার খালিশপুর এলাকা অতিক্রমকালে অপর একটি নৌযানে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কোস্টগার্ডের ট্রলারে হামলার চেষ্টা করে।

কোস্টগার্ড সদস্যরা ওই নৌযানে থাকা ১০ জন দুর্বৃত্তকে আটক করেন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নৌযান, ৪টি দেশীয় রামদা, ২টি দেশীয় ধারালো দা, ৭টি মুঠোফোন এবং ১টি টর্চ লাইট জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে আটক ১০ দুর্বৃত্তকে আজ হিজলা থানায় সোপর্দ করা হয়।



আটক ১০ দুর্বৃত্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া।

Post Top Ad

Responsive Ads Here