তদন্ত করতে গিয়ে আপত্তিকর অবস্থায় গোয়ালঘরে ধরা খেলেন এএসআই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ৩০, ২০২১

তদন্ত করতে গিয়ে আপত্তিকর অবস্থায় গোয়ালঘরে ধরা খেলেন এএসআই


  



জেলা প্রতিনিধিঃ


গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক মামলার বাদী প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে আটক হয়েছেন তোফাজ্জল হোসেন নামে এক এএসআই।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছড়ারপাতা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ৩৮ বছর বয়সী তোফাজ্জল হোসেন সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন।


জানা গেছে, ওই নারীর স্বামী সৌদি প্রবাসী। কিছুদিন আগে স্বামীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ দেখা দেয়। পরে থানায় ভাসুরের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। সেই মামলার তদন্তভার পড়ে এএসআই তোফাজ্জল হোসেনের কাছে। পরে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন তিনি।


শুক্রবার রাত ১০টার দিকে ছড়ারপাতা গ্রামের পারিবারিক মামলার তদন্তে সেই প্রবাসীর স্ত্রীর বাড়িতে যান এএসআই তোফাজ্জল। পরে গোয়ালঘরে অন্তরঙ্গ মুহূর্তে ওই নারীর সঙ্গে তাকে দেখে ফেলেন এক প্রতিবেশী।


এ ঘটনার পর তোফাজ্জলকে ধরে বাড়ির উঠানের আমগাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন ক্ষুব্ধরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। এরপর সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। রাত ৩টার দিকে অভিযুক্ত তদন্ত কর্মকর্তাকে থানায় নিয়ে যান তারা।


কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মানষ রঞ্জন বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল্লাহিল জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। সত্যতা পাওয়া গেলে তোফাজ্জলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here