রামুতে ট্রাক চাপায় বাবা - ছেলে নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ৩০, ২০২১

রামুতে ট্রাক চাপায় বাবা - ছেলে নিহত


 


জেলা প্রটিনিধিঃ


কক্সবাজারের রামুতে মালবাহী ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদ নগরের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামুর রশিদনগর ইউনিয়নের কাদমর পাড়ার ইউনুস সওদাগর ও তার ছেলে মো. রুবেল।


স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস সওদাগর নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান তার ছেলে রুবেল।


ইউনুস সওদাগরের ভাতিজা রফিকুল ইসলাম বলেন, ট্রাকচাপায় চাচা ও চাচাতো ভাই রুবেল মারা গেছেন। তাদের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে।


রামু থানার এসআই মনজুরুল ইসলাম বলেন, ট্রাকচাপায় একজন ঘটনাস্থলে ও সদর হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here