সময় সংবাদ ডেস্কঃ
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবাসহ ছয় কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার রাতে মতিঝিল থানার ফকিরাপুল ডিআইটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- হোসাইন মোহাম্মদ বাবু ওরফে বাবুল, এসএম খবির উদ্দিন, ইখতিয়ার চৌধুরী ওরফে শুভ, তোফায়েল ওরফে তোপেল চাকমা, মো. মিজানুর রহমান ও সাদেকুল ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেওয়া ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আরো বলেন, ডিআইটি রোড এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ীর অবস্থানের খবর পাই। পরে অভিযান চালিয়ে আইস ও ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে মতিঝিল থানায় মামলা হয়েছে।