শাশুড়ি - পুত্রবধূ সহ তিনজনের লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ৩০, ২০২১

শাশুড়ি - পুত্রবধূ সহ তিনজনের লাশ উদ্ধার


  


জেলা প্রতিনিধিঃ


টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাসা থেকে শাশুড়ি-পুত্রবধূসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এক শিশু আহত হয়েছে।

শ‌নিবার সকা‌লে উপ‌জেলার দিঘর ইউ‌নিয়‌নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- খামারপাড়া এলাকার হজরত আলীর স্ত্রী ৬৫ বছর বয়সী জমেলা বেগম, তার ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম ও অজ্ঞাত যুবক।


দিঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন ব‌লেন, হা‌মিদপু‌রের খামারপাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুব‌কের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ সময় পাঁচ বছরের এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার অবস্থাও আশঙ্ক‌াজনক।


ঘাটাইল থানার ও‌সি আজহারুল ইসলাম সরকার বলেন, তিনজ‌নের মৃত্যুর ঘটনার কথা শু‌নে‌ছি। হত্যা নাকি আত্মহত্যা সে‌টা জানা যায়নি। ঘটনাস্থ‌লে যা‌চ্ছি। তদন্ত করে মূল ঘটনা জানা যা‌বে।

Post Top Ad

Responsive Ads Here