আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে অপহরণের ঘটনা ঘটেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১

আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে অপহরণের ঘটনা ঘটেছে


 



নোয়াখালী প্রতিনিধিঃ



নোয়াখালীর আদালতে একটি জিআর মামলায় স্বেচ্ছায় হাজির হয়ে জামিনে এসে ফেরার পথে দুইজনকে অপহরণ ও হামলার ঘটনা ঘটেছে। তবে বুধবার দুপুরে সুধারাম থানার পুলিশ খবর পেয়ে এই ঘটনার ২ ঘণ্টা পর সুরুজ (২৮) ও রিয়াজ (২২) নামে দুই জনকে মাইজদী হাউজিং বালুর মাঠ থেকে উদ্ধার করে। সেইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। ওই হামলায় আহত দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



হাসপাতালে আহতের স্বজনরা জানান, জিআর ৯৭০/১৬ এর একটি মামলায় বুধবার দুপুরে ম্যাজিস্ট্রেট আদালত থেকে আত্মসমর্পণ করে জামিনে বেরিয়ে আদালতের সামনে সড়কে এলে একটি চক্র সুরুজ (২৮) ও রিয়াজকে (২২) মোটরসাইকেলযোগে অপহরণ করে। তারা তাদের বালু মাঠে নিয়ে যায় এবং তাদের মারধর করে। এই মামলায় জহির মেম্বারসহ অন্য আসামিরা জামিন না পেয়ে জেলে যান। পরে পুলিশ খবর পেয়ে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং হাসপাতালে ভর্তি করে।



সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ দুইজনকে উদ্ধার করেছে এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

Post Top Ad

Responsive Ads Here