বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৪, ২০২১

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণ




আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ

 


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (২১) একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী অভিযুক্ত দেলোয়ার হোসেন আরিফের (২১) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। 


বুধবার দুপুরে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী নারী এ মামলা দায়ের করেন। অভিযুক্ত দেলোয়ারকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 


অভিযোগ সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ও বিয়ের প্রলোভন দেখিয়ে সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের বাসিন্দা দেলোয়ার ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও ধারণ করে পরবর্তীতে একাধিকবার ধর্ষণ করে।



ভুক্তভোগী নারীর অন্যত্র বিয়ের পর দেলোয়ার গত কয়েক দিন থেকে তার স্বামীকে ভিডিওগুলো দেখিয়ে হুমকি ও চাঁদা দাবি করে আসছিল। পাশাপাশি ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী ওই গৃহবধূর পরিবারের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-১৮।  


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, অভিযুক্ত যুবককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here