বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনার নদীর চর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের সারা শরীরে ছিল খুনিদের নৃশংসতা।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার গজারিয়া ধনতলা চর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
সারিয়াকান্দি থানার এসআই বাবর আলী বলেন, সকালে গজারিয়া ধনতলা চরে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরো বলেন, নিহতের মুখ-বুক, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।