জরুরী নথি গায়েব,তদন্তের জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে নিয়ে গেছে সিআইডি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ৩১, ২০২১

জরুরী নথি গায়েব,তদন্তের জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে নিয়ে গেছে সিআইডি


 


সময় সংবাদ ডেস্কঃ



স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ক্রয়সহ বিভিন্ন জরুরি নথি গায়েবের পর সিআইডির ক্রাইম সিনের সদস্যরা সচিবালয়ে তদন্ত গিয়ে ছয়জনকে নিয়ে গিয়েছে।

যাদের সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন- জোসেফ, আয়শা, বাদল, বারী, মিন্টু ও ফয়সাল।


এর আগে, রোববার বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ও যুগ্মসচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য উপাত্ত সংগ্রহ করেন।


তদন্তের সময় সবার আঙ্গুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। অন্তত ১৩ জনের আঙ্গুলের ছাপ নেয়া হয়।  


এদিকে গতকাল শনিবার ১৭টি ফাইল হারানোর ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

Post Top Ad

Responsive Ads Here