গাজীপুর রিসোর্ট থেকে এক পর্যটকের লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৯, ২০২১

গাজীপুর রিসোর্ট থেকে এক পর্যটকের লাশ উদ্ধার


 


জেলা প্রতিনিধিঃ


গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী গ্রামের সারাহ রিসোর্ট থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে জিল্লুর আহমেদ নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।

মৃত জিল্লুর ঢাকার গুলশান এলাকার জহুরুল হকের ছেলে।


শ্রীপুর থানার এসআই আরশাদ মিয়া জানান, জিল্লুর আহমেদ সপরিবারে বৃহস্পতিবার (৭ অক্টোবর) ওই রিসোর্টে বেড়াতে আসেন। শুক্রবার দিনব্যাপী ঘোরাফেরার পর রাতের খাবার শেষে তারা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। রাত সাড়ে ৯টার দিকে জিল্লুরের বড় ভাই জামাল আব্দুন নাসের কক্ষে গিয়ে ডাকাডাকি করেন। দরজা খোলার পর জিল্লুর আহমেদের শারীরিক অবস্থা অস্বাভাবিক দুর্বল দেখতে পান।


ওই পরিবারের সঙ্গে আসা একজন চিকিৎসক তাৎক্ষণিক জিল্লুর আহমেদকে দেখে তার হৃদযন্ত্রে সমস্যা হয়েছে বলে জানান। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার কারণ উল্লেখ করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

Post Top Ad

Responsive Ads Here