আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফুলের শুভেচ্ছা ও ইউনিয়নবাসীর ভালাবাসায় সিক্ত হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইনামুল হাসান।
শুক্রবার বিকালে সড়কপথে ঢাকা থেকে নিজ এলাকাতে আসলে চেয়ারম্যান ইনামুল হাসানকে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে এক শোভাযাত্রার মাধ্যমে বোয়ালমারী থেকে আলফাডাঙ্গায় নিয়ে আসেন নেতাকর্মীরা। পরে কয়েক'শো নেতাকর্মী ও ইউনিয়নবাসী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তব্যে চেয়ারম্যান ইনামুল হাসান সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে নিয়ে কাজ করবেন বলে জানান। তার ওপর অর্পিত দায়িত্ব যেন সুন্দর ও সফলভাবে পালন করতে পারেন; সেজন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো, সহ-সভাপতি রাকিবুল ইসলাম দেলোয়ার ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস শেখ প্রমুখ।