সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ভাওয়াল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী সভায় বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি ও বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়ার পক্ষে নৌকা মার্কায় ভোট চান। বৃহস্পতিবার বিকাল ৫টায় ভাওয়াল গ্রামে নৌকার প্রার্থী ফারুকুজ্জামান ফকির মিয়ার বাড়িতে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ ওহাব মাতুব্বারের সভাপতিত্বে নির্বাচনী সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার এপিএস সফিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, প্রবীণ আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন (তারা মিয়া) জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়া প্রমূখ।
এসময় লাবু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। তিনি উপস্থিত সকলের কাছে নৌকা মার্কায় ভোট দিয়ে মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়াকে জয়যুক্ত করার আহব্বান জানান। এছাড়াও তিনি নৌকা প্রেমীদের পাশে সারাজীবন থাকার কথা বলেন।