নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৩, ২০২১

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে


 


আন্তর্জাতিক ডেস্কঃ



নেপালে পূর্ব ও পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। পুলিশের মুখপাত্র বসন্ত বাহাদুর কুনওয়ার গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাণে বেঁচে যাওয়া বাসিন্দারা অভিযোগ করেছেন তারা এখনও পাননি কোনো সরকারি সহায়তা।


বাহাদুর কুনওয়ার আরও বলেন, এখনো হতাহতদের সন্ধান করা হচ্ছে।



অন্তত ৪০ জন মানুষ ভূমিধস ও বাড়িঘর ধসে আহত হয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত অন্তত ৪১ জন ব্যক্তি নিখোঁজ আছেন।

এদিকে, পুলিশ বলছে, বাস্তুচ্যুত, বন্যাক্রান্ত ও ভূমিধসপ্রবণ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে বিভিন্ন সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে নেপাল পুলিশ। দেশের বিভিন্ন অংশে পণ্য ও যাত্রী পরিবহন সচল রাখতে রাস্তা পরিষ্কারেও পুলিশ সদস্যরা কাজ করছেন।



সূত্র: এনডিটিভি 

Post Top Ad

Responsive Ads Here