কোনো ইস্যু তৈরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করার পরিকল্পনাকারীদের খুঁজে বের করা হবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৪, ২০২১

কোনো ইস্যু তৈরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করার পরিকল্পনাকারীদের খুঁজে বের করা হবে


 


সময় সংবাদ ডেস্কঃ



স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো ইস্যু তৈরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করার পরিকল্পনাকারীদের খুঁজে বের করা হবে। পাশাপাশি পূজামণ্ডপে বিশৃঙ্খলাকারীদের খুব দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উদ্দেশ্যমূলকভাবে কোনো স্বার্থান্বেষী মহল কুমিল্লায় এ ধরনের সহিংসতার ঘটনা ঘটিয়েছে।


এমন পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, কোনো ধরনের উসকানিতে কেউ পা দেবেন না। কুমিল্লার ঘটনায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিতে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে যারা এর সঙ্গে জড়িত খুব দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।


প্রতিটি পূজামণ্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপনের কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, যেসব পূজামণ্ডপে সিসি টিভি ক্যামেরা নেই, দ্রুত সময়ের মধ্যে সেসব মণ্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা উচিত।

Post Top Ad

Responsive Ads Here