শপিং ব্যাগে ইয়াবা সহ রোহিঙ্গা যুবক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ০১, ২০২১

শপিং ব্যাগে ইয়াবা সহ রোহিঙ্গা যুবক আটক


 


জেলা প্রতিনিধিঃ



কক্সবাজারের টেকনাফে শপিং ব্যাগের ভেতর থেকে ১০ হাজার ইয়াবাসহ মো. তৈয়ুব (৩৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব-১৫।


রবিবার বিকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।


আটক ব্যক্তি উখিয়া কুতুপালং ০১নং ক্যাম্পের ব্লক-ডি এর বাসিন্দা মৃত ইউনুসের ছেলে।


এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।



তিনি বলেন, ইয়াবার বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউপি কানজর পাড়া এলাকায় র‍্যাবের একটি দল অভিযানে যায়। পরে র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে আটকের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।


তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।



উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here