নতুন তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে হামাস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ০১, ২০২১

নতুন তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে হামাস


 



আন্তর্জাতিক ডেস্কঃ



ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।  


শনিবার নতুন তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় হামাস। খবর-পার্সটুডের।


ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসনের মুখে হামাস দীর্ঘদিন ধরে সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে-তারই অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো।



ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে হামাস এসব ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরে নিক্ষেপ করে। এর মধ্যদিয়ে তারা নিজেদের যুদ্ধ-প্রস্তুতি পরীক্ষা করেছে বলেও ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে।


২০০৭ সাল থেকে গাজা উপত্যকা ইসরায়েলের কঠোর অবরোধের মধ্যে রয়েছে। এ কারণে সেখানকার জনগণের জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।



ইসরায়েলি অবরোধের কারণে গাজা উপত্যকায় নজিরবিহীন বেকারত্ব ও চরম দারিদ্র দেখা দিয়েছে।

অবরোধ অটুট রাখতে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপকূলে নৌবাহিনীর ব্যাপক উপস্থিতি বজায় রেখেছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি ফিলিস্তিনের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন; সমুদ্রে তারা মাছ ধরতে পারছেন না।

Post Top Ad

Responsive Ads Here