৩৩ দিনে ১৭২ রোহিঙ্গা আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০২, ২০২১

৩৩ দিনে ১৭২ রোহিঙ্গা আটক


  

জেলা প্রতিনিধিঃ


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পর থেকে এ পর্যন্ত ৩৩ দিনে রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে বিভিন্ন অপরাধে ১৭২ জনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার এসব তথ্য জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক। তিনি জানান, ২৯ সেপ্টেম্বর মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১১৪ জন সন্ত্রাসী ও মাদক-চোরাচালানসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।


তিনি আরো জানান, এসব অভিযানে ১১ হাজার ২৯৪ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা, চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড ৭.৬২ রাইফেলের গুলি, ১৪টি রামদা, পাঁচটি হাসুয়া, একটি কিরিচ, ১২টি দা উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মজুত করে রাখা ৬০০ কেজি চাল, ৮৯ লিটার তেল উদ্ধার করা হয়েছে।


গ্রেফতারকৃতদের মধ্যে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত ১০ জন রয়েছে। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার নাইমুল হক।




তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চলবে। কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না।

Post Top Ad

Responsive Ads Here