কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৬, ২০২১

কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান



কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

   কলাপাড়ায় মহান বিজয় দিবস ও সূবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির সুর্য সস্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুৃপুরের দিকে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে সরকারি মোজাহার উদ্দিন অর্নাস কলেজ মিলানায়তনে ১২৬ জন বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা প্রদান করা হয়। 

  

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ মহিবুর রহমান মহিব। বিশেষ  অতিথি হিসাবে মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধলহাজ্ব মো: মাহবুবুর রহমান তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা পারষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদার, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন শিমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান। 


পরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উপজেলা প্রসাশন থেকে উন্নতমানের খাবার ও উপহার সামগ্রী দেয়া হয়।






Post Top Ad

Responsive Ads Here