ক্রিস্টিয়ানো রোনালদো |
নিজস্ব প্রতিবেদকঃ
অ্যাস্টন ভিলার বিপক্ষে শনিবার ইপিএলের ম্যাচে এগিয়ে গিয়েও ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলরা বাজেভাবে পয়েন্ট হারানোর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কোচ রালফ রাঙনিকের দিকে। বিশেষ করে কেন তিনি রোনালদোকে খেলাননি, তা নিয়ে তো সরাসরিই প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি।
এমনিতেই দলের অবস্থা দেখে সন্তুষ্ট নন ক্রিস্টিয়ানো রোনালদো। সময়-সুযোগ পেলেই দলকে তিনি জানিয়ে দিচ্ছেন পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টির কথা। এরই মধ্যে গত রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করায় সিআর সেভেনের অসন্তুষ্টি যে আরো বাড়বে, সেটি বলাই যায়।
প্রথমে ২-০ গোলে এগিয়ে গেলেও অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে পরে ২ গোল হজম করে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দীর্ঘ চার বছর পর ইংলিশ লিগে ফিরে আসা ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোর ঝলকেই অ্যাস্টন ভিলা পেয়ে যায় ২ গোল, সেই সঙ্গে মহামূল্যবান ১ পয়েন্ট।
এমন ম্যাচে একাদশে তো ছিলেন না-ই, বিকল্প খেলোয়াড়ের তালিকায়তেও রোনালদোকে রাখেননি কোচ রালফ রাঙনিক। পছন্দের ৪-২-২-২ ছক থেকে সরে এসে রোনালদোহীন ইউনাইটেডকে তিনি খেলিয়েছেন ৪-২-৩-১ ছকে। সামনে রোনালদোর জায়গায় ছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।
রোনালদোর স্বদেশি ব্রুনো ফার্নান্দেজের ঝলকে ইউনাইটেড শুরুর দিকে ভালো খেললেও কৌতিনহো আলোয় শেষে সব ম্লান হয়েছে। কিন্তু রোনালদো কেন ছিলেন না এই ম্যাচে? একই প্রতিপক্ষের বিপক্ষে কয়েক দিন আগে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিল ইউনাইটেড। সে ম্যাচেও ছিলেন না রোনালদো।
এফএ কাপের মতো অপেক্ষাকৃত কম গুরুত্বের টুর্নামেন্টে অনেক কোচই দ্বিতীয় সারির দল নামান। সে হিসাবে রোনালদো না খেললেও এ নিয়ে প্রশ্ন ওঠেনি। কিন্তু লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদোকে বসিয়ে রাখা কেন হলো? স্বাভাবিকভাবেই ড্র করার পর প্রশ্ন ধেয়ে গিয়েছিল ইউনাইটেড কোচ রাঙনিকের কাছে।
এই বিষয়ে রাঙনিক বলেন, ‘যে কারণে এফএ কাপের ম্যাচে তাকে খেলানো হয়নি, সে একই কারণেই এই ম্যাচেও রোনালদো খেলেনি। গতকাল অনুশীলনের আগে রোনালদোর নিতম্বে সমস্যা দেখা যাচ্ছিল। আমরা পরে সিদ্ধান্ত নিই ওকে অনুশীলন না করানোর।’
রোনালদোকে দলে না রাখার সিদ্ধান্তটা তার সঙ্গে আলোচনা করেই নিয়েছেন রাংনিক, স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইউনাইটেডের জার্মান কোচ।
তিনি বলেন, ‘অনুশীলনের পর ওর সঙ্গে এ নিয়ে আরো কথা বলি আমি। সেখানেই সিদ্ধান্ত হয় এই অবস্থায় ওকে নিয়ে ভিলা পার্কে যাওয়ার কোনো মানেই হয় না। আশা করি, বুধবারে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে ওকে পাওয়া যাবে।’
মোঃসাইফুল্লাহ/সময় সংবাদ