নিজস্ব প্রতিবেদকঃ
শীতকালীন নানা ধরণের সংক্রমণ বেড়ে যায়। বিশেষ করে শীতে বাচ্চাদের ক্ষেত্রে বেশ পরিচিত একটি সমস্যা দেখা দেয়, সেটি হলো কানের গন্ডগোল। কানে ব্যথা, সেই সংক্রান্ত জ্বর, কান থেকে পুঁজ বেরোনো ইত্যাদি নানা সমস্যায় জেরবার হতে হয়।
এমন পরিস্থিতে কি করবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। তবে কিছু ঘরোয়া উপায় জানা থাকলে খুব সহজেই আপনি এই সমস্যা থেকে আপনার সন্তানকে মুক্ত করতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক এই বিড়ম্বনা থেকে বাঁচতে কী কী ঘরোয়া সাবধানতা অবলম্বন করা যেতে পারে-
>> বাইরে বেরোলেই পরতে হবে কান ঢাকা পোশাক। বাঙালির চিরকালীন মাফলার, মাঙ্কি টুপি থেকে এখনকার বাহারি কানঢাকা, সুবিধা মতো কিছু একটা পরে নিলেই হলো। এতে ঠান্ডা তো কমেই, আটকায় ধুলো ময়লা ও জীবাণুও।
>> যেকোনো সংক্রমণ প্রতিরোধ করতেই মজবুত করতে হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর তার জন্য প্রয়োজন সঠিক পুষ্টি। কানের সংক্রমণ আটকাতে সন্তানকে খাওয়ান প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার। সঙ্গে খেতে হবে প্রচুর পরিমাণ পানি।
>> ঘরের পরিবেশ রাখুন খোলামেলা। পর্যাপ্ত রোদ, আলো, হওয়া মিললে দূরে থাকে জীবাণু। কানে সংক্রমণের সমস্যা থাকলে ধোঁয়া থেকেও দূরে থাকা উচিত বলে মত বিশেষজ্ঞদের।
>> খেয়াল রাখুন দেহের গড় উষ্ণতা যেন বজায় থাকে। শীতের পোশাকের সঙ্গে সঙ্গে উষ্ণ পানীয় খেলেও বজায় থাকে দেহের উষ্ণতা।
>> অন্যান্য সংক্রমণ থেকেই কানের সমস্যা দেখা দিতে পারে। বিশেষত গলা ও মাড়ির সমস্যার চিকিৎসা সময় মতো না হলে তা কানের সমস্যা তৈরি করতে পারে।
তবে মনে রাখবেন কোনো সমস্যাই বেশি বাড়তে দেওয়া উচিত নয়। সমস্যা হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ পত্র খেলে অল্প দিনেই মিটে যেতে পারে সমস্যা।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ