পর্ণোগ্রাফী ভিডিও সরবারহরে দায়ে ৩ অসাধু ব্যবসায়ী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ২২, ২০২২

পর্ণোগ্রাফী ভিডিও সরবারহরে দায়ে ৩ অসাধু ব্যবসায়ী গ্রেফতার

 

পর্ণোগ্রাফী ভিডিও সরবারহরে দায়ে ৩ অসাধু ব্যবসায়ী গ্রেফতার
পর্ণোগ্রাফী ভিডিও সরবারহরে দায়ে ৩ অসাধু ব্যবসায়ী গ্রেফতার





নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ রূপগঞ্জে পর্ণোগ্রাফী ভিডিও সরবারহরে দায়ে ৩ অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ওই সময় তাদের কাছ থেকে ৩টি সিপিইউ, ৩টি কী-বোর্ড, ৩টি মাউস ও ৬টি কার্ড রিডার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. আরিফ মিয়া (৩২), মো. বাবু মিয়া (২২) এবং মো. ওবায়দুল্লাহ ওরফে ওবায়দুল (৩১)। 


শনিবার (২২ জানুয়ারি) র‌্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 


র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ রুপগঞ্জের রুপসী বাসষ্ট্যান্ড এলাকায় প্রিমা টাওয়ারের পাশে কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে ইলেক্ট্রনিক ডিভাইস কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণোগ্রাফী ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবারহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 


এর আগে শুক্রবার দিবাগত রাতে রুপসী বাসষ্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব।




মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here