বেলকুচিতে কাউন্সিলর আলম প্রামানিকের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ |
উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
"অসহায় দরিদ্র পাশে দাঁড়ান, শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আপনিও অংশ নিন" এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা যুবদলের সদস্য সচিব ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলম প্রামানিকের নিজস্ব উদ্যোগে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২২শে জানুয়ারী) সকালে বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামে আলম প্রামানিকের নিজ বাড়িতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম গোলাম সাহেব, আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন বাবু, সদস্য সচিব বনী আমিন, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সহ-সভাপতি মহর আলী প্রমানিক প্রমূখ।