জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে পাওনা টাকা চাইতে গেলে এক গৃহবধূকে পিটিয়ে আহতের ঘটনা ঘটেছে। আহত গৃহবধুর নাম তারা বানু (৩০)। শনিবার সকালে উপজেলার বন্দবেড় ইউনিয়নের জিগনীকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
তারা বানুকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাহাবুদ্দিন (৫০), আজিবর (৩০), আজিরন (৪০) ও মৌসুমী বেগম (২২) নামের একই পরিবারের চারজনের বিরুদ্ধে।
ঘটনার পর আহত তারাবানুকে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তারাবানু জানান, আমার স্বামী দরিদ্র। তাকে সাংসারিক সহযোগিতার জন্য বাড়িতে সেলাইয়ের কাজ করি। গত ১৫ দিন আগে আজিবর আমার কাছে দুই সেট জামা ও একটি বড় জাল ৫০০ টাকার চুক্তিতে সেলাই করিয়ে নেয়।
এরপর সে আর আমার পাওনা টাকা আর দিচ্ছিল না। শনিবার সকালে তার কাছে ওই পাওনা টাকা চাইতে গেলে সে আমাকে কঠিনভাবে ধমক দেয়। এরপরে আমি বাড়ি চলে আসলে কিছুক্ষণ পরে সে আমার বাড়িতে এসেও আমার উপর চড়াও হয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে। তার সাথে তার বাবা সাহাবুদ্দি, মা আজিরন ও স্ত্রী মৌসুমীও এসে আমাকে মারপিট করতে থাকে।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
