এরশাদ আলী,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
আদমদীঘির সান্তাহারে হেরোইনসহ চুন্নু (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফাঁড়ির পুলিশ। গতকাল বুধবার ১৯ জানুয়ারী দুপুরে উপজেলার সান্তাহার কলসা সোনারপাড়া টুনটুনি বাবা মসজিদের পাশে রাস্তা থেকে তাকে গ্রেফতার ও তার হেফাজতে থাকা চার গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। চুন্নু আদমদীঘির হলুদঘর গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার বেলা ১২টায় সান্তাহার কলসা সোনারপাড়া টুনটুনি বাবা মসজিদের পাশে রাস্তা উপড় মাদকদ্রব্য বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের সান্তাহার ফাঁড়ির পুলিশ সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চুন্নুকে গ্রেফতার ও তার দেহ তল্লাশি করে চার গ্রাম হেরোইন উদ্ধার করে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ