করোনার নতুন ধরন নিওকোভ, অকার্যকর সব টিকা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ২৯, ২০২২

করোনার নতুন ধরন নিওকোভ, অকার্যকর সব টিকা

করোনার নতুন ধরন নিওকোভ, অকার্যকর সব টিকা
 করোনার নতুন ধরন নিওকোভ, অকার্যকর সব টিকা


নিজস্ব প্রতিবেদক:

ডেল্টা, ওমিক্রনের পর এবার করোনার নতুন ধরন ‘নিওকোভ’এর সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। চীনের এক দল বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছেন। তারা দাবি করেছেন, বাজারে চলতি কোনো করোনার টিকাই নিওকোভের ক্ষেত্রে কার্যকরী হবে না।


উহানের একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। সেখানে বিশেষজ্ঞরা দাবি করছেন, বাজারে চলতি কোনো করোনার টিকাই নিওকোভের ক্ষেত্রে কার্যকরী হবে না। এই ভাইরাস নিয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন।


নিওকোভের মতো ধরনের সন্ধান পাওয়া গিয়েছিল ২০১৩ এবং ২০১৫ সালে। প্রথম এই ধরনের সন্ধান মেলে দক্ষিণ আফ্রিকায়। মূলত বাদুরের শরীরে পাওয়া যায় নিওকোভ। এ নিয়ে বৃহস্পতিবারই রাশিয়ার ‘ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়ো-টেকনোলজি’ একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, চীনা বিশেষজ্ঞরা যে নয়া ধরন নিয়ে সাবধান করছেন, তা নিয়ে এখনই চিন্তার কিছু নেই। তবে নতুন এই ধরনের সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। যা শ্বাসযন্ত্রকে প্রভাবিত করতে পারে বলে জানা গেছে।




Post Top Ad

Responsive Ads Here