হাসানুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
দাওয়াত খাওয়ার টাকা দিতে না পারায় রাজমিস্ত্রীকে পিটিয়েছে গ্রাম্য মাতুব্বর ও তার সহযোগীরা, ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের সুরাট গ্রামে, ঘটনার বিবরণী আহত রাজমিস্ত্রী আনোয়ার বিশ্বাস (৫০) জানান, ১৯/১/২২ ইংরেজি তারিখে সকাল ৮ ঘটিকার সময় অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার ও গ্রামের মাতুব্বর মুকাদ্দেস তাকে ডেকে বলেন যে এক জায়গায় দাওয়াত খেতে যাবো তুমি কিছু টাকা দিবা, আনোয়ার বিশ্বাস তখন জানান, আমার কোন কাজ কাম নেই আমি আপাতত টাকা দিতে পারছিনা, এই কথা বলে আনোয়ার বিশ্বাস বাড়িতে ফিরে বারান্দায় বসে ভাত খেতে শুরু করেন কিছুক্ষণ পর, মুকাদ্দেস এবং তার সহযোগী আক্তারুল, লান্টু খা, মুকাদ্দেস এর ছেলে সবুজ, ইমরান সহ আনোয়ার বিশ্বাসের বাড়িতে ঢুকে বলেন,
"তুই একলাক্ষ টাকা দিবি টাকা না দিলে তোর খবর আছে" এক পর্যায়ে বাকবিতন্ডায় শুরু হলে মুকাদ্দেস এবং তার সহযোগীরা লাঠিসোঁটা দিয়ে আনোয়ার বিশ্বাস কে বেধড়ক ভাবে পেটাতে শুরু করে, আশপাশের প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত- আনোয়ার বিশ্বাসের কন্যা জানান, আমার বাবার কোন ছেলে নাই সামাজিক ভাবে তাদের সাথে না মেশা কারনে আমার বাবাকে তারা আহত করেছে আমি এর বিচার চাই, মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান, এ ব্যাপারে জানতে মুকাদ্দেস এর নিকট ফোন করা হলে তিনি ফোন ধরেননি, মুকাদ্দেস এর ছেলে সবুজ এর নিকট ফোন করা হলে সবুজ জানান, এমন কোন ঘটনাই ঘটেনী।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ