![]() |
কাউখালীতে সাংবাদিকদের মৃত পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া | সময় সংবাদ |
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের পিতা-মাতার মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত।
আজ রবিবার সকালে কাউখালী প্রেসক্লাবের আয়োজনে কর্মরত সাংবাদিকদের যাদের পিতা-মাতা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ রিয়াদ মাহমুদ সিকদারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু, কাউখালী বার্তার সম্পাদক হাসান হাফিজুর রহমান বাদল, কবি ও কলামিষ্ট শাহীন রেজা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ নুরুল হুদা বাবু, রফিকুল ইসলাম, সাংবাদিক হাফেজ মাছুম বিল্লাহ প্রমুখ। দোয়া পরিচলনা করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা গাজী আনোয়ার হোসেন।