![]() |
আলফাডাঙ্গায় কেন্দ্রীয় মহিলা আ'লীগের সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া | সময় সংবাদ |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) মাগরিবের নামাজ শেষে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, আলফাডাঙ্গা থানা জামে মসজিদ ও আলফাডাঙ্গা সরকারি স্কুল জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. তন্ময় উদ্দৌলা এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়া মাহফিলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের আশু রোগমুক্তি কামনা করে মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করা হয়।
প্রসঙ্গত, আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচী শেষে ঢাকায় পৌঁছায় তিনি। এরপর গতকাল সোমবার (২৮ মার্চ) রাতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের এ নেত্রী তার নিজ বাসায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

