![]() |
বাটামে জাতীয় পতাকা উত্তোলন,চারদিন পর নামলো | সময় সংবাদ |
বোয়ালমারি (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারিতে মহান স্বাধীনতা দিবসে ওয়াল্টনের শো রুমে বাঁশের পরিবর্তে কাঠের বাটাম ব্যাবহার করে জাতীয় পতাকা উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলো।
জানা গেছে, উপজেলার মেইন রোডে ওয়াল্টনের শোরুম অবস্থিত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তবে বাঁশের বা লোহার দণ্ডে নয়, একটি কাঠের বাটামে উত্তোলন করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস চারদিন অতিবাহিত হলেও পতাকা ঝুলতে দেখা যায়।মঙ্গলবার (২৯/০৩/২০২২ইং) দুপুর ২টায় বিষয়টি নজরে আসে।ভবনের ২য়তলায় থাকা বীমা অফিস বিষয়টি অস্বীকার করে জানান নিচতলায় অবস্থিত ওয়াল্টনের শোরুম এই পতাকা উত্তোলন করে আর নামায়নি।বোয়ালমারী ওয়ালটন প্লাজার ডেপুটি এসিস্ট্যান্ড ডিরেক্টর মো. লিটন সরদারকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন।পরে তিনি জানান, কর্মচারী শামীম এর দায়িত্ব ছিল।তিনি পতাকা নামাতে ভুলে যান।এটা ভুল হয়েছে।এনিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

