![]() |
রাবিপ্রবি তে “তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ” শীর্ষক সেমিনার | সময় সংবাদ |
মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
“তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ” শীর্ষক একটি সেমিনার বুধবার বিকেল ৩ টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা প্রধান আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য এই তথ্য অধিকার আইন অবশ্যই দরকার। সবাইকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। কেউ জবাবদিহিতার উর্ধ্বে নয়। যেহেতু আমরা সবাই জনগণের চাকরি করি, অবশ্যই জনগণকে তথ্য অধিকারের সুবিধাগুলো দেয়া দরকার।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার সেমিনারে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে আলোচনা করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তানজিম মাহমুদ ।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।